টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত
প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২১ ০৭:১৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘী কে.পি উচ্চ বিদ্যালয়ের সামনে শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে ট্রাক চাপায় ৭ম শ্রেণির স্কুলছাত্রী হাফিজা নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে একটি ইট বোঝাই ট্রাক গোপালদিঘী স্কুলের সামনে বালিয়াটা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী হাফিজা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালককে ধরতে অভিযান চালানো হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: