পটুয়াখালীতে ট্রাক থেকে ১৮শ কেজি জাটকা জব্দ
প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২১ ০০:০১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৮:৪৭

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর ব্রিজের টোল সংলগ্ন এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮শ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এসব জাটকা জব্দ করে নিজামপুর কোস্টগার্ডের একটি টিম। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও স্থানীয়দের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরণ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার শাফকাত হোসেন (এক্স) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গভীর রাতে অভিযান চালাই। হাজীপুর ব্রিজ এলাকা থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮শ কেজি জাটকা জব্দ করি। কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: