ভেজাল ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২১ ০৩:১০
আপডেট:
২২ ডিসেম্বর ২০২১ ০৩:১১

বেনাপোলে বসত বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান কালুকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল মেয়র মার্কেটের পূর্বপাশের তিনতলা ভবনের একটি রুম থেকে ৯৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ লিটার তরল কেমিকেল, ৩২৮টি ফেনসিডিলের খালি বোতলসহ কালুকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান কালু সাদিপুর গ্রামের আব্দুল রহিম ড্রাইভারের ছেলে। ভারত থেকে আনা আসল ফেনসিডিলের সাথে দীর্ঘদিন ধরে সে ভেজাল ফেনসিডিল তৈরি করে মাদক ব্যবসা পরিচালনা করছিল।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান জব্দকৃত ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পর্কিত বিষয়:
ফেনসিডিল
আপনার মূল্যবান মতামত দিন: