চট্টগ্রামে দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষে যুবক নিহত
প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২২ ০৩:৪২
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:২৬

চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম অংকুর দত্ত (৩৫)। তিনি সিংহরা দত্তবাড়ি এলাকার নেপাল দত্তের ছেলে। সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন অংকুর।
এ তথ্য নিশ্চিত করে আনোয়ারা থানার পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ওই কেন্দ্রের এক কিলোমিটার দূরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা মারামারিতে জড়ায়। এ সময় ইট ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় অংকুরকে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
সম্পর্কিত বিষয়:
হাসপাতাল
আপনার মূল্যবান মতামত দিন: