সোনাগাজীতে রূপালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২২ ০৩:২২
আপডেট:
২৩ জানুয়ারী ২০২২ ০৪:০৮

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে রূপালী ব্যাংক লিমিটেড। শুক্রবার ২২ জানুয়ারি, স্থানীয় কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই হাজারের বেশি অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় কম্বল।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সমাজ সেবক ফারহানা আক্তার লিমা, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, ফেনীর জোনাল ম্যানেজার মো. কুদ্দুস মিয়া, ফেনী কর্পোরেট শাখার ব্যবস্থাপক বিজন ভৌমিক, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার জহিরুল হায়াত ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবুসহ স্থানীয় গণ্যমান্যরা।
ব্যাংকের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে রুপালী ব্যাংক।
এসএন/জুআসা/২০২২
সম্পর্কিত বিষয়:
রূপালী ব্যাংক লিমিটেড কম্বল বিতরণ করেছে রূপালী ব্যাংক অসহায় ও দুস্থদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
আপনার মূল্যবান মতামত দিন: