কলেজছাত্রসহ গ্রেপ্তার ৪
গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা দাবি
প্রকাশিত:
২৬ জুন ২০২০ ১৬:৫৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৩২

ঝিনাইদহে জোর করে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগে কলেজছাত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, 'গত ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সানি, শাওন, মারুফ ও সোহান নামের চার যুবক জেলা শহরের চাকলাপাড়ায় জোর করে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে। এরপর ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করে আসছিল তারা।'
ঝিনাইদহের পুলিশ সুপার (এস পি) হাসানুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা পুলিশকে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন তিনি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং ভিডিওসহ মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
আপনার মূল্যবান মতামত দিন: