শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


কোয়ারেন্টাইনে না থাকায় শরীয়তপুরে দুই প্রবাসীকে ৭৫ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
১৮ মার্চ ২০২০ ১৭:০৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৪:০৫

ফাইল ছবি

শরীয়তপুরে হোম কোয়ারেন্টাইনের আইন অমান্য করায় ইতালি প্রবাসীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৯টার দিকে নড়িয়া উপজেলার চাকধ এলাকায় ও সদর উপজেলার প্রেমতলা এলাকায় তাদের ঘুরতে দেখে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ এবং নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, বিদেশ থেকে ফেরত আসায় তাদের সরকারিভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু ১৪ দিন শেষ না হতেই তারা বন্ধুদের সঙ্গে সদরের প্রেমতলা ও নড়িয়ার চাকধ এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে ২৫ হাজার টাকা ও অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের নজরদারীতে রাখা হয়েছে। তারা যেন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন।

এ সময় নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, পালং মডেল থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top