আইল্যান্ডের উপর ট্রাক, তিনজনের মৃত্যু
প্রকাশিত:
২৮ জুন ২০২০ ১৭:৪৮
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:২৬

টাঙ্গাইলের মির্জাপুরে আইল্যান্ডের উপর ট্রাকের চাকা উঠে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে বগুড়াগামী (বগুড়া-ট-১১-২৩৩৯) লোহার শিট বহনকারি একটি ট্রাক রাত দুইটার দিকে মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকের সামনের বা পাশের চাকা আইল্যান্ডের উপর উঠে যায়। এতে ট্রাকের চাকা খুলে অন্যত্র ছিটকে পড়ে ট্রাকের সামনের অংশসহ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চালকের পেছনের আসনে (কেবিন) বসে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটিতে ১৫/২০ টন ওজনের লোহার শিট রয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চালক পলাতক রয়েছেন। ওই তিনজন ট্রাকের যাত্রী কিংবা শিটের মালিক হতে পারেন। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
মরদেহ উদ্ধার ও ট্রাক সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: