নববর্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২২ ২০:৪৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৯:৫৪

বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
তিনি জানান, বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে আজ সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ছুটি শেষে আগামী শনিবার আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
জানতে চাইলে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, আজ সরকারি ছুটি থাকলেও পাসপোর্ট যাত্রীদের পারাপার কার্যক্রম অব্যাহত থাকবে।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: