বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


সিলেটে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা


প্রকাশিত:
১৯ মার্চ ২০২০ ০১:৩০

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০২

ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতিতে সিলেটের প্রকৃতিক কন্যা জাফলংয়, বিছনাকান্দি, রাতারগুল, সাদাপাথর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ওসি রতন শেখ বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পর্যটন স্পটগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ইতোমধ্যে বেড়াতে আসা পর্যটকদের আমরা এ বিষয়ে অবহিত করছি। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, সিলেট একদিকে পর্যটন এলাকা। অন্যদিকে প্রবাসী অধ্যুষিত। সেজন্য সিলেটে করোনাভাইরাসের আশঙ্কা একটু বেশি। তাই সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলারও আহবান জানান তিনি।

পতেঙ্গা সৈকতে লোকসমাগম নিষিদ্ব করল সিএমপি: নগরীর পতেঙ্গা সমূদ্র সৈকতে লোক সমাগম নিষিদ্ব ঘোষনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। করোনা ভাইরাস যেন ব্যাপক হারে সংক্রমিত হতে না পারে সেজন্য পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিএমপি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top