নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাং নেতা গ্রেফতার
প্রকাশিত:
২৫ জুন ২০২২ ১৯:৪৮
আপডেট:
২৫ জুন ২০২২ ২০:৪২

নোয়াখালীতে ৯ মামলার পলাতক আসামি কিশোর গ্যাং নেতা মো. রাসেল (২২ ওরফে পিচ্চি রাসেলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। পৌরসভার মাস্টারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে রাসেল।
শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় রাসেলকে তার নিজ বাড়ি থেকে বন্দুকসহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি বন্দুকসহ পিচ্চি রাসেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, অস্ত্র বিক্রি, অস্ত্র ভাড়া দেওয়াসহ ৯ মামলার পলাতক আসামি রাসেল।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: