হবিগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪
প্রকাশিত:
১৯ জুলাই ২০২২ ০৩:৪৮
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ২০:৩৮

ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
সোমবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বাখরনগর গেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, ঢাকামুখী আল-মোবারক পরিবহনের একটি বাস দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
সম্পর্কিত বিষয়:
ঢাকা-সিলেট মহাসড়ক
আপনার মূল্যবান মতামত দিন: