বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা


প্রকাশিত:
২ আগস্ট ২০২২ ০০:৪৪

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৩

 ছবি : সংগৃহীত

রোববার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আখাউড়া পৌরশহরের মসজিদপাড়ায় একটি বেনামি আইসক্রিম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকারক ও মেয়াদবিহীন ফুড কালার, ভেজাল কেমিক্যাল, অন্য প্রতিষ্ঠানের নকল আইসক্রিম তৈরির লেবেলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফ্যাক্টরির মালিক নবী হোসেনকে (৫৫) দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

নবী হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে। দণ্ডপ্রাপ্ত ওই ফ্যাক্টরির অপর মালিক লিটন মিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানের টের পেয়ে পালিয়ে যায়।

এ সময় ভেজাল আইসক্রিম ও পানীয় তৈরির কাজে ব্যবহারকৃত মালামাল জব্দ করা হয় এবং বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ও কেমিক্যাল ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। ওই অভিযানে আখাউড়া থানার পুলিশ সহযোগিতা করেন।


সম্পর্কিত বিষয়:

আইসক্রিম

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top