সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার স্ত্রী


প্রকাশিত:
২ আগস্ট ২০২২ ২৩:২০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১৬:২০

 ছবি : সংগৃহীত

মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইলে স্বামী আবু সাইদ সেন্টুকে হত্যার অভিযোগে স্ত্রী হৃদয় বানুকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব ১২-এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আবু সাইদ সেন্টু টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে। হৃদয় বানু হবিগঞ্জের বাহুবল উপজেলা রাজাপুর গ্রামের সাবাজ মিয়ার সাবেক স্ত্রী।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, দুই বছর আগে সেন্টু সৌদি আরবে থাকাকালীন তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে হৃদয় বানুকে বিয়ে করেন। বিয়ের চার মাসের মধ্যে হৃদয় বানু গর্ভবতী হয়। হৃদয় বানু গর্ভবতী হওয়ার সাত মাস পর দেশে চলে আসেন। হৃদয় বানু দেশে এসে গাজীপুরের টঙ্গীতে সেন্টুর বড় ভাই খোরশেদের ভাড়া বাসায় ওঠেন। এক মাস পর সেন্টু দেশে চলে আসেন। টঙ্গীতেই হৃদয় বানু কন্যাসন্তান জন্ম দেয়। গত দুই মাস আগে তারা টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় বাসা ভাড়া নেয়। সেখানে ১০-১২ দিন পর পর সেন্টু যেত। কখনো একদিন আবার ২-৩ ঘণ্টা থেকে চলে যেতেন। হৃদয় বানুর ভরণপোষণ ও ঠিকমতো যোগাযোগ করতেন না সেন্টু। এতে হৃদয় বানুর স্বামীর প্রতি রাগ ও ক্ষোভ সৃষ্টি হয়।

তিনি আরও জানান, গত ২৭ জুলাই রাত ৯টায় সেন্টু তার স্ত্রী হৃদয় বানুর বাসায় যান। সেদিন হৃদয় বানু সেন্টুকে হাজার টাকা দেন। টাকা পেয়ে সেন্টু বাড়ি চলে যেতে চাইলে তাকে বাধা দেন। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। রাত ২টার দিকে দুজনে একত্রে বিছানায় শুয়ে থাকেন। সেন্টু ঘুমিয়ে পড়লে হৃদয় বানু পেটের মধ্যে ছুরিকাঘাত করেন। এর পর শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যান। সকালে তাদের শিশু মেয়ের কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন সেন্টুর লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। ২৯ জুলাই সেন্টুর প্রথম স্ত্রী নাহিদা খানম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, হবিগঞ্জ বাপের বাড়ি থেকে সোমবার রাতে হৃদয় বানুকে গ্রেফতার করে মঙ্গলবার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


সম্পর্কিত বিষয়:

র‍্যাব ১২

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top