লজ্জার হারে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু
প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২১ ০৬:৪৮
আপডেট:
১৮ অক্টোবর ২০২১ ০৭:০৩

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ১৫ নম্বরে থাকা স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ। স্কটল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ম্যাচ জিততে শেষ ওভারে ২৪ দরকার ছিল মাহমুদউল্লাহর দলের। তবে শেষ ওভারে ১৭ রানের বেশি করতে পারেনি টাইগাররা। তাতে ৬ রানের হার দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করল টাইগাররা।
ইনিংসের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মাত্র ৫ রান করেই বিদায় নেন লিটন ও সৌম্য। বিপর্যয় ঠেকাতে চেষ্টা চালিয়ে যান সাকিব- মুশফিক। তাদের ৪৭ রানের পার্টনারশিপে ম্যাচে ফিরে বাংলাদেশ। গ্রিভসের বলে তুলে মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে সাকিব ২৮ বলে ২০ রান করেন। সাকিবের বিদায়ের পরই বিদায় নেন মুশফিক। অভিজ্ঞ মুশফিক বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন। ৩৬ বলে ৩৮ রান করেন তিনি। মুশির আউটের পরে রিয়াদ, আফিফ ও সাইফুদ্দিন পরিস্থিতি সামাল দিতে অনেক চেষ্টা করেও জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয় টাইগাররা। স্কটল্যান্ডের হয়ে হোয়াইল তিনটি এবং গ্রিভস নিয়েছেন দুটি করে উইকেট।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের এর সিদ্ধান্ত নেয় মাহমুদউল্লাহ রিয়াদ। পাওয়ার প্লের পরে সাকিব এবং মাহেদির দারুণ বোলিংয়ে ৫৩ রানেই ৬ উইকেট হারায় স্কটল্যান্ড। সেই অবস্থা থেকে ক্রিস গ্রিভস এর ঝড়ো ব্যাটিংয়ে ১৪০ রান তুলে নিতে সক্ষম হয় স্কটিশরা। স্কটল্যান্ডের হয়ে মুনসে ২৩ বলে ২৯, মার্ক ওয়াট ১৭ বলে ২২ এবং ক্রিস গ্রিভস ২৮ বলে ৪৫ রান করে দলকে শক্ত ভিত্তি এনে দেন।
বল হাতে সাকিব আল হাসান ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। সেই সাথে নামের পাশে লিখে ফেলেন অনন্য এক রেকর্ড। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে আতর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় এখন সবার উপরে সাকিব আল হাসানের নাম। এছাড়াও আতর্জাতিক ক্রিকেটে সাকিবের ৬০০ উইকেট পূর্ণ হয়েছে। ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান ছাড়া আর কারোই ১০,০০০ রানের সাথে ৬০০ উইকেটের রেকর্ড নেই। এছাড়াও ৪ ওভারে ১৯ রান খরচায় স্পিনার মাহাদি তুলে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজ ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেই নিতে সক্ষম হন।
স্কটল্যান্ড : ১৪০/৯ (ওভার ২০) (মুন্সী ২৯, গ্রিভস ৪৫, ওয়াট ২২; মেহেদি ৩/১৯, সাকিব ২/১৭, মুস্তাফিজ ২/৩২)
বাংলাদেশ : ১৩৪/৭ (ওভার ২০) (সৌম্য ৫, লিটন ৫, সাকিব ২০, মুশফিক ৩৮, মাহমুদউল্লাহ ২৩, মেহেদি ১৩*, আফিফ ১৮, হোয়াইল ৩/২৪, গ্রিভস ২/১৯)
আপনার মূল্যবান মতামত দিন: