শ্যামলীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৩ ১৮:০১
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:১৫

রাজধানীর শ্যামলী এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসকে এ খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শাহজাহান সিকদার।
তিনি জানিয়েছেন, শ্যামলীর সড়ক ও জনপদ মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে এক পথচারী ফায়ার সার্ভিসে কল করেন। কল পাওয়ার ৬ মিনিটের মাথায় কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ৩ টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশ প্রটেকশন ছিল। এরপর উপস্থিত জনতার সহায়তায় অগ্নিনির্বাপন করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
সম্পর্কিত বিষয়:
#অগ্নিকাণ্ড
আপনার মূল্যবান মতামত দিন: