বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


রাজধানীতে বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, আটক ৪


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২০ ১৮:৪৬

আপডেট:
১২ অক্টোবর ২০২০ ১৮:৫৮

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে বেড়াতে এসে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৪ ধর্ষককে আটক করেছে।

জানা গেছে, ১৫ বছর বয়সের ওই তরুণী গত শনিবার (১০ অক্টোবর) নোয়াখালী থেকে পল্লবী এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে আসে। পারিবারিক কারণে বাবা-মেয়ের মধ্যে মনোমালিন্য হয়। এক সময় ওই তরুণী বাসা থেকে রাগ করে বের হয়ে যায়। পরে তার স্বজনেরা সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না। এরই মধ্যে অভিযুক্তরা তাকে ধরে নিয়ে যায় কালশীর একটি নির্জন মেসে। সেখানে ৬-৭ জন তাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে বলে ভুক্তভোগী তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ওই তরুণী থানায় এসে লিখিত অভিযোগ করে। এরপরই আমরা অভিযান চালিয়ে চারজনকে আটক করেছি। তরুণী ধর্ষণ হয়েছে মর্মে অভিযোগ করলে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত বিষয়:

ঢাকা মেডিকেল কলেজ ধর্ষণ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top