আমের ট্রাকে দুই কোটি টাকার হেরোইন, গ্রেফতার ১
প্রকাশিত:
৩ জুলাই ২০২৪ ১৮:২৪
আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৬:১৭

প্রায় দুই কোটি টাকার হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-৪।
বুধবার (৩ জুলাই) গাজীপুর জেলার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ এর মিডিয়া বিভাগ।
র্যাব-৪ জানায়, অভিনব কায়দায় আমের ট্রাকে হেরোইন পরিবহন করা হচ্ছিল। খবর পেয়ে র্যাব অভিযান চালায়৷এ সময় প্রায় ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৮৬ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করার পাশাপাশি মাদক বহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে র্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: