হাতিয়ায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ
প্রকাশিত:
১৪ জুলাই ২০২১ ১৭:৪৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:২৩

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের আশ্বাসে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. জাকের হোসেন সুমন (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত মো. জাকের হোসেন সুমন উপজেলার চরঈশ্বর ২ নম্বর ওয়ার্ডের জাকের হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে হাতিয়া থানায় এ মামলা করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, গত ৮ জুলাই রাত সাড়ে ১০টার দিকে সুমন ওই কিশোরীর ঘরের সামনে যায়। ওই সময় সে কৌশলে ওই কিশোরীকে দিয়ে ঘরের দরজা খুলে। একপর্যায়ে ঘরের ভেতরে গিয়ে বিয়ের আশ্বাসে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে সুমন।
অভিযোগে বলা হয়, এর আগেও সুমন একই আশ্বাসে তাকে একাধিকবার ধর্ষণ করে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সম্পর্কিত বিষয়:
ধর্ষণ
আপনার মূল্যবান মতামত দিন: