শাশুড়ির সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২১ ০১:০৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:১১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শাশুড়ির সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম রবু (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ওই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম রবু রহনপুর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
ঘটনায় জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর শাশুড়ির সঙ্গে রবিউল ইসলাম রবুর অনৈতিক সম্পর্ক ছিল। তার বাড়িতে আসা যাওয়ার সূত্র ধরে ওই গৃহবধূর পরিচয় হয়। এক সময় কাজের জন্য ওই গৃহবধূর স্বামী চট্টগ্রাম চলে যান। এ সুযোগে ওই যুবলীগ নেতা রবুর নজর পড়ে ওই গৃহবধূর ওপর। গৃহবধূর অভিযোগ তার শাশুড়ির সহযোগিতায় সে এ অপকর্ম করেছে। বিগত রোজার সময় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে রবু একাধিকবার তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় সে তার শাশুড়ির কাছে প্রতিকার চান। একপর্যায়ে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। তাতেও কোনো কাজ না হওয়ায় গত ১৬ মে তার স্বামীর উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গৃহবধূ বাবার বাড়ি চলে আসেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এতদিন বিষয়টি তিনি কাউকে জানাননি।
দীর্ঘদিন বাবার বাড়িতে থাকার ফলে মায়ের মনে সন্দেহ হয়। তখন গৃহবধূ বিষয়টি তার বাবা-মাকে জানাতে বাধ্য হন। এ ঘটনায় শনিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে গোমস্তাপুর থানায় যুবলীগ নেতা রবিউল ইসলাম রবু ও তার শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করেন।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, গৃহবধূকে ধর্ষণের দায়ে গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় আটক রবুকে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: