নকল স্যানিটাইজার তৈরি ও বিক্রয় চক্রের ৭ সদস্য গ্রেফতার
প্রকাশিত:
২১ জুন ২০২০ ০৪:১৩
আপডেট:
২৩ জুন ২০২০ ০২:০৩

করোনার উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর কোতোয়ালী থানাধীন বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে নকল স্যাভলন ও স্যানিটাইজার হেক্সিসল তৈরি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল মো. আবদুল কাদের (৫৯), মো. ডালিম (২৪), মো. আবদুর রউফ (৪০), মো. নূরু মিয়া (৫০), মো. রতন মিয়া (৩৩), মো. ইসমাইল আহমেদ ও মো. মোহসিন (২৪)।
শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার ডিএমপির কোতোয়ালী থানা পুলিশ বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় পৃথক স্থানে অভিযান পরিচালনা করে নকল ও ভেজাল স্যাভলন এবং হেক্সিসল তৈরি করে বিক্রিকারী অসাধু চক্রের সাত সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের তৈরিকৃত ১৯০০ লিটার নকল ও ভেজাল স্যাভলন এবং ৫০০ লিটার নকল ও ভেজাল হেক্সিসল উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: