৩৪ সোনার বারসহ শারজাহ থেকে আসা যাত্রী আটক
প্রকাশিত:
১ জুন ২০২২ ২৩:৪১
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১০

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে ৩৪টি সোনার বার ও ১০০ গ্রাম ওজনের একটি চেইন জব্দ করা হয়েছে।
বুধবার (০১ জুন) সকালে জব্দ করা সোনার বারের ওজন প্রায় চার কেজি। যার বাজারমূল্য তিন কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।
তিনি বলেন, খবর আসে আরব আমিরাতের শারজাহ থেকে এক যাত্রী লুকিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। ওই ব্যক্তিকে তল্লাশি করে তার শরীর থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।
এসময় সাইফুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত বিষয়:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
আপনার মূল্যবান মতামত দিন: