করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ইন্তেকাল
প্রকাশিত:
১৩ জুলাই ২০২০ ২২:৪২
আপডেট:
১৪ জুলাই ২০২০ ০২:১৯

নুরুল ইসলাম বাবুল। ছবি-সংগৃহীত
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সোমবার বেলা ৪টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
যুগান্তরের সম্পাদক সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রায় ১৫ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন। আজ বিকাল চারটার দিকে তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ১৪ জুন অফিস করার সময় নুরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৫ জুন) বাবুলের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগে দুবার তার করোনা টেস্ট করা হয়েছিল। তবে দুবারই ফলাফল নেগেটিভ এসেছিল।
সম্পর্কিত বিষয়:
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এভারকেয়ার হাসপাতাল যুগান্তরের সম্পাদক সাইফুল আলম
আপনার মূল্যবান মতামত দিন: