শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


গেল অর্থ বছরে ১১৫ কোটি টাকা মুনাফা করেছে মোংলা বন্দর


প্রকাশিত:
১৯ জুলাই ২০২০ ১৪:৫৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৩:২৫

ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারী করোনাকালিন সময়েও আমদানী-রপ্তানী বানিজ্যে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি মোংলা সমুদ্র বন্দরে। ফলে সদ্য শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে ১১৫ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা মুনাফা অর্জন করেছে বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে ৯০৩টি বাণিজ্যিক জাহাজ বন্দরে ভেড়ে এবং ১ কোটি ১০ লাখ টন পণ্য হ্যান্ডলিং হয়। একই সঙ্গে ৫৯ হাজার ৪৭৬টি ইউজ কনটেইনার হ্যান্ডলিং হয়। গেল অর্থবছরে বন্দরে আগত বানিজ্যিক জাহাজের পণ্য হ্যান্ডলিং করে মোংলা বন্দর কর্তৃপক্ষের আয় হয়েছে ৩২০ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি, সংস্কার ও উন্নয়নকাজে ২০৫ কোটি টাকা ব্যয় হয়। এর পরও ১১৫ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা নীট মুনাফা করেছে বন্দর কর্তৃপক্ষ।

এর আগে ২০১৮-১৯ অর্থবছরে ৯১২টি দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজ এ বন্দরে আসে। হ্যান্ডলিং হয় ১ কোটি ১৩ লাখ টন বাল্ক কার্গো এবং ৫৭ হাজার ৭৩২টি ইউজ কনটেইনার। এতে এ সময় বন্দর কর্তৃপক্ষ ১৩৩ কোটি টাকা মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছিলো।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, ২০১৯-২০ অর্থবছরে বন্দরের মুনাফা হয়েছে ১১৫ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। সবার সম্মিলিত প্রচেষ্টায় বন্দরের এ ধারা অব্যাহত থাকবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমরা কখনো বন্দরের সেবা বন্ধ রাখিনি। বন্দরের পন্য উঠা নামার কার্যক্রম সচল ছিল সব সময়। তবে করোনার প্রভাবে সড়ক পথে পন্য পরিবহনে বেশকিছু ঝামেলা ছিল। বন্দরে পণ্য আনা-নেয়া ও সরবরাহের ক্ষেত্রে সড়ক ও নৌপথে যাতে কোনো প্রতিবন্ধকতা দুর করতে সব দপ্তরের সঙ্গে সমন্বয় করেছি। ফলে বন্দরের পণ্য আনা-নেয়ার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটেনি। এছাড়া করোনা পরিস্থিতিতে বন্দরের সব কর্মকর্তা-কর্মচারী নিরলস পরিশ্রম করেছেন। আমাদের কার্যক্রম আরো সামনের দিকে এগিয়ে নিতে সব ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কাজ চলছে



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top