শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


স্মার্টফোন বিক্রির মাধ্যমে শুরু হলো ইভ্যালির ব্যবসা


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৬:৪৭

 ছবি : সংগৃহীত

অনলাইন প্ল্যাটফর্ম ইভ্যালি দীর্ঘদিন পর আবারো সরব হয়েছে কেনাকাটায়। গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি এরইমধ্যে তাদের ফেসবুক পেজে স্মার্টফোন বিক্রির বিজ্ঞাপন দিয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা জানান, গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে আদালতের নির্দেশ রয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল Evaly.com.bd ফেসবুক পেজের ঐ পোস্টে লেখা হয়, ‘সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পিক অ্যান্ড পে এবং ক্যাশ বিফোর ডেলিভারি তে উপভোগ করুন আকর্ষণীয় সকল পণ্য!’

এ পোস্টটির পর প্রথম ঘণ্টায় সাড়ে ৬ হাজার কমেন্টস পড়েছে। ৬০০ শেয়ার হয়েছে। পেজে গ্রাহকরা ইভ্যালির পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।

রাকিবুর রহমান নামের একজন গ্রাহক লেখেন, ‘নতুন যাত্রায় ইভ্যালিকে স্বাগতম’ তন্ময় সেন নামের একজন লিখেছেন, ‘আগের মালগুলো দ্রুত বুঝিয়ে দিন’।

পোস্টে কেউ কেউ তাদের আগের অর্ডার করা পণ্য-টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন। আবার কেউ নানা বাজে মন্তব্যও করেছেন।


সম্পর্কিত বিষয়:

অনলাইন প্ল্যাটফর্ম

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top