কমেছে এলপিজি গ্যাসের দাম
প্রকাশিত:
৩ অক্টোবর ২০২২ ০৩:৩৮
আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমানো হয়েছে। নতুন দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (০২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে অক্টোবর মাসের জন্য এ নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১০০ টাকা। অন্য সিলিন্ডারগুলোর দাম এই অনুযায়ী নির্ধারিত হবে।
গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য প্রতি লিটার ‘অটো গ্যাসে’র দাম পড়বে ৫৫ টাকা ৯২ পয়সা, যা গত মাসে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।
এদিকে বেশ কয়েক মাস ধরে ভোক্তারা নির্ধারিত দামে এলপিজি কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।
তবে এ প্রসঙ্গে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল জানান, বেশি দামে কেউ সিলিন্ডার কিনলে রশিদসহ বিইআরসিতে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে কোনো গ্রাহকই এখন পর্যন্ত অভিযোগ করেনি।
সম্পর্কিত বিষয়:
এলপিজি
আপনার মূল্যবান মতামত দিন: