সংসদ ভবনের সৌন্দর্য-সুবিধা বাড়াতে ৯২ কোটি অনুমোদন
প্রকাশিত:
৯ নভেম্বর ২০২২ ০২:০৬
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:০০

জাতীয় সংসদ ভবনের সার্বিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও সৌন্দর্য বাড়াতে ৯২ কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
আজ মঙ্গলবার একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সার্বিক বিষয়ে ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।
অক্টোবর ২০২২ হতে সেপ্টেম্বর ২০২৪ মেয়াদে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পের প্রধান কার্যক্রম: জাতীয় সংসদ ভবনে বঙ্গবন্ধু আর্কাইভ নির্মাণ, ক্যাবিনেট কক্ষ, স্থায়ী কমিটি কক্ষ-১, ২ ও ৩ এবং শপথ কক্ষের আধুনিকায়ন কাজ করা হবে। জাতীয় সংসদ ভবন এলাকার সব ওয়াকওয়ে ও ফুটপাথের নষ্ট হয়ে যাওয়া ইট (পেভমেন্ট ব্রিকস) পরিবর্তন কাজসহ ফেয়ার ফেস দেয়ালে ও সিরামিক ব্রিক সার্ফেসে ওয়াটার রিপিলেন্ট প্রয়োগের কাজ করা হবে। জাতীয় সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল ব্লকে বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও নির্মাণ ও আধুনিকায়নের কাজ, জাতীয় সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল এলাকায় পুলিশ ব্যারাক পুনর্নির্মাণ কাজ করা হবে।
জাতীয় সংসদ এবং সংসদ সদস্য ভবন নং-২,৩,৪,৫ ও ৬ এর বৈদ্যুতিক-যান্ত্রিক ও নিরাপত্তাজনিত কাজ এবং আরবরিকালচার ও পূর্ত কাজের জন্য যন্ত্রপাতি ক্রয়।
পরিকল্পনা কমিশনের মতামত: প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সংসদ ভবনের সার্বিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব হবে।
সম্পর্কিত বিষয়:
অনুমোদন
আপনার মূল্যবান মতামত দিন: