রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


পুঁজিবাজারে লেনদেন ৩৪০ কোটি টাকা


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:২৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০০:০০

ফাইল ছবি

টানা দুদিন দরপতনের পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১ পয়েন্ট।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। এর ফলে দুদিন সূচক পতনের পর আজ (বৃহস্পতিবার) সূচক বাড়ল। তবে শেয়ার বিক্রির চাপে এদিন সিএসইতে আজও সূচক পতন হয়েছে। এদিন ডিএসইতে সূচক বাড়লেও কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেন।

ডিএসইর তথ্যমতে, বৃহস্পতিবার বাজারটিতে ৩০৮টি প্রতিষ্ঠানের ৪ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ৯৩০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৩৩ লাখ ১ হাজার টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকা। অর্থাৎ আগের কর্মদিবসের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

এদিন ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৪১টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১২২টি আর অপরিবর্তিত রয়েছে ১৪৫টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ ৩ গুণ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

অধিকাংশ খাতের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৬ পয়েন্টে।

ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো— বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাইনপুকুর সিরামিকস, এপেক্স ফুটওয়ার, জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার, মুন্নু সিরামিক, জেমিনি সি ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রয়েল টিউলিপ সি পার্ল এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ৬৫ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৯৮২ টাকার শেয়ার।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৫৫টির ও ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top