ফুড ব্লগার আর ইনফ্লুয়েন্সারদের সঙ্গে রাঁধুনির বারবিকিউ পার্টি
প্রকাশিত:
৭ মার্চ ২০২৩ ২১:৪৯
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৩:২৪

দেশের জনপ্রিয় ফুড ব্লগার, ইনফ্লুয়েন্সার আর রাঁধুনির ‘জমবে বারবিকিউ’ ক্যাম্পেইনের বিজয়ীদের সঙ্গে বনানীর একটি রেস্টুরেন্টে হয়ে গেল জমজমাট বারবিকিউ পার্টি। এই পার্টির মাধ্যমেই শেষ হলো ক্যাম্পেইনটির ৩য় সিজন।
প্রতি বছর শীতে রাঁধুনি বারবিকিউ মশলার স্বাদে বারবিকিউ পার্টিগুলো আরো জমিয়ে তুলতে রাঁধুনির ‘জমবে বারবিকিউ’ ক্যাম্পেইনটির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে অডিয়েন্সের কাছ থেকে রাঁধুনি বারবিকিউ মশলার স্বাদে তাদের জমজমাট বারবিকিউ পার্টির ছবি বা ভিডিও শেয়ার করার আহ্বান জানানো হয়। শেয়ার করা ব্যক্তিদের মধ্য থেকে সৌভাগ্যবান ৫ জন বিজয়ীদের এবং তাদের অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হলো এবছরের বারবিকিউ পার্টি।
নাচে-গানে ভরপুর এই অনুষ্ঠানে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় সব পুরস্কার। সঙ্গে অনুষ্ঠান জমিয়ে রাখতে আরো ছিলেন রাফসান দ্য ছোট ভাই, টি সুনেহরা, ডানা ভাই জোস, মাহিম মেকস, ইফি বিফি এর মতো জনপ্রিয় ফুড ব্লগার এবং সোশ্যাল মিডিয়া সেলিব্রেটিরা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: