রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আতঙ্কে শেয়ার বিক্রির হিড়িক, পুঁজিবাজারে পতন অব্যাহত


প্রকাশিত:
১৪ জুন ২০২৩ ২২:১৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:২৯

ছবি সংগৃহিত

আরও দরপতন হতে পারে এই ভয়ে পুঁজিবাজারে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। ফলে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবারও (১৪ জুন) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে চলতি সপ্তাহের টানা চার কর্মদিবসই পুঁজিবাজারে দরপতন হলো। তবে তার আগে টানা দু'দিন উত্থান হয়েছিল।

ডিএসইর তথ্যমতে, বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। এরপর শুরু হয় শেয়ার বিক্রির চাপ। সেই চাপের কারণে দিনের বাকি সময়ের লেনদেন সূচক পতনের মধ্যদিয়ে। ফলে দিন শেষে বাজারটিতে ৩৩৪ প্রতিষ্ঠানের মোট ১১ কোটি ৭৮ লাখ ২ হাজার ৯৮৩ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৩ কোটি ৩৩ লাখ ৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি ১৪ লাখ ৫২ হাজার টাকা অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ দশমিক ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৫ দশমিক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই৩০ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ১৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের শেয়ার। পরের তালিকায় রয়েছে এডিএন টেলিকমের শেয়ার।

এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে- রূপালী লাইফ, সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা, সোনালী লাইফ, পেপার প্রসেসিং, ফারইস্ট ইসলামী লাইফ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং আরডি ফুডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৭২ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ৭৪টির দাম।

দিন শেষে সিএসইতে ১২ কোটি ২১ লাখ ৭৯ হাজার ৪৯১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার ৯৭ টাকার শেয়ার।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top