শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


প্রজ্ঞার উদ্বেগ

অর্থমন্ত্রীর কাছে বিড়ির পক্ষে ১০ এমপির চিঠি


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:০৪

আপডেট:
২৪ সেপ্টেম্বর ২০২০ ০০:৪১

ফাইল ছবি

বিড়ির শুল্ক কমানোর জন্য সম্প্রতি অর্থমন্ত্রীকে ১০ জন সংসদ সদস্য চিঠি দিয়েছেন খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, ‘বিড়ি কোম্পানির প্ররোচনায়’ সংসদ সদস্যদের এই তৎপরতা নজিরবিহীন এবং প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

প্রজ্ঞা বলেছে, এবারের এই বাজেটে বিড়ির উপর শুল্ক বাড়ানো হয়নি।

লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকের বেকার হওয়ার যে আশঙ্কার কথা বলা হচ্ছে, তার প্রতিক্রিয়ায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে বিড়ি শিল্পে কর্মরত নিয়মিত, অনিয়মিত এবং চুক্তিভিক্তিক মিলিয়ে পূর্ণসময় কাজ করার সমতুল্য শ্রমিক সংখ্যা ৪৬ হাজার ৯১৬ জন।

সরকারিভাবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে ৭৮ দশমিক ৪ শতাংশ বিড়ি শ্রমিক এই ক্ষতিকর পেশা ছেড়ে দিতে চায় বলেও দাবি করেছে প্রজ্ঞা।

বিড়ি মালিকদের ‘ফাঁদে’ পা না দিয়ে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে আইনপ্রণেতাদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।


সম্পর্কিত বিষয়:

অর্থমন্ত্রী বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top