রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


উত্থানে ফিরেছে পুঁজিবাজার, লেনদেন ৪০০ কোটি টাকার নিচে


প্রকাশিত:
৮ আগস্ট ২০২৩ ২১:৩৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:৩১

 ফাইল ছবি

টানা তিন কর্মদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ আগস্ট) পুঁজিবাজারে উত্থান হয়েছে। দিনভর সূচক ওঠা-নামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট।

দাম কমার বিপরীতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন সূচকের দামও বেড়েছে। তবে লেনদেন কমেছে। এর আগে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার টানা তিন কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হয়। সূচক বাড়ায় শেয়ার বিক্রির আদেশ কমেছে, ফলে আজ লেনদেন কমে হয়েছে।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৩৭টি প্রতিষ্ঠানের মোট ৭ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ২৭৭ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৭৩ লাখ ৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৫০ লাখ ৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন দাম বেড়েছে ১১০টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৫২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১৫ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৮ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার। তৃতীয় স্থানে ছিল সোনালী পেপারে শেয়ার।

এরপরের তালিকায় যথাক্রমে রয়েছে– ফু-ওয়াং ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ, আরডি ফুড, এমারাল্ড অয়েল, জেএমআই হসপিটাল, দেশবন্ধু পলিমার, লাফার্জহোলসিম ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার।

আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬২ পয়েন্টে। এদিন সিএসইতে ৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

দিন শেষে সিএসইতে ২ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৩৪৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৯৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top