মঙ্গলবার, ১লা এপ্রিল ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


৫০ পয়সা করে লভ্যাংশ দেবে কৃষিবিদ ফিড


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৫

আপডেট:
১ এপ্রিল ২০২৫ ১৭:০৩

 ফাইল ছবি

শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ অর্থাৎ ৫০ পয়সা করে লভ্যাংশ দেবে এসএমই খাতের প্রতিষ্ঠান কৃষিবিদ ফিড লিমিটেড।

জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, আমাদের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭৭পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শেয়ার প্রতি ৫০ পয়সা করে লভ্যাংশ পাবে শেয়ারহোল্ডাররা।

এর আগের ২০২২ সালেই পিএস ছিল ১ টাকা ১৮ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছিল ১০ শতাংশ নগদ। তার আগের বছর ২০২১ সালেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর। ওই দিন ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা চার কোটি ৯৫ লাখ। আজ মঙ্গলবার দিনের শুরুতে কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২১ টাকা ১০ পয়সায়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top