বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ইআরএফ সভাপতি শারমীন, সাধারণ সম্পাদক রাশিদুল


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২০ ১৬:৩৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:২৮

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমীন রিনভী এবং সাধারণ সম্পাদক (পুননির্বাচিত) বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম রাশিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমীন রিনভী এবং সাধারণ সম্পাদক পুননির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম রাশিদুল ইসলাম।

শুক্রবার (০৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২০-২১ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের শেষে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।

নির্বাচনে ইআরএফের ২৩৮ ভোটারের মধ্যে ২১৬ জন ভোট দেন। শারমীন রিনভী ১২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান পেয়েছেন ৯০ ভোট।

এদিকে, সহসভাপতি পদে বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ এম শফিকুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসাধারণ সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর জ্যেষ্ঠ প্রতিবেদক কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম এবং অর্থ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রেজাউল হক কৌশিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ ছাড়া চারটি সদস্যপদে যথাক্রমে বার্তা সংস্থা রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদির, সময়ের আলোর বিজনেস এডিটর সৈয়দ শাহনেওয়াজ করিম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান রিপন ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রহিম শেখ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।

এর আগে সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম দিলালের সভাপতিত্বে ২০১৮-১৯ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হয়। বিজিএমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও গত মেয়াদের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top