শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা


প্রকাশিত:
১৭ মার্চ ২০২১ ১৮:৩৮

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৩:৫৭

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।

ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রূপালী ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. এবনুজ জাহান, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী, গোলাম মর্তূজা, ওয়াহিদা বেগম, মো. শওকত আলী খান, আবুল খায়ের, ইয়াছমিন বেগম, ইকবাল হোসেন খাঁ, সকল ডিজিএম, এজিএমসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ’র সেক্রেটারি মো. মহিউদ্দিনের নেতৃত্বে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রূপালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, এক্সিকিউটিভ ফোরামও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।


সম্পর্কিত বিষয়:

বঙ্গবন্ধু

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top