শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


আইএফআইসি সমৃদ্ধি শীর্ষক দেশব্যাপী কর্মশালা


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪ ১৭:৪২

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১০:১৯

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসকে উপজীব্য করে বৃহৎ পরিসরে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে আইএফআইসি ব্যাংক। বিভিন্ন শাখা-উপশাখায় শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা কার্যক্রমের মধ্য দিয়ে নারীদের আর্থিক ব্যাবস্থাপনা, বিপণন কৌশল ও সফল ব্যবসায় গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা সর্ম্পকে জ্ঞান প্রদান করবে।

এ কার্যক্রমের অংশ হিসেবে এরইমধ্যে ১০৫ জন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া শেষে মঙ্গলবার (১৯ নভেম্বর) সনদপত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ কর্মশালা দেশব্যাপী ১৪০০-এর বেশি শাখা-উপশাখায় আয়োজন করা হবে।

এ বিষয়ে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, আইএফআইসি সমৃদ্ধি কর্মশালার মাধ্যমে নারী উদ্যোক্তাদের সফল হতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই।

তিনি নারী উদ্যোক্তাদের এই কর্মশালায় অংশগ্রহণ করতে এবং আর্থিক আন্তর্ভুক্তির এই উদ্যোগে যোগদান করতে আহ্বান জানান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top