বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫ ১১:৪৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৯:১৫

ছবি সংগৃহিত

আর্থিক প্রতিষ্ঠানে যোগ‌্য স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন‌্য প‌্যা‌নেল প্রস্তুত কর‌ছে কেন্দ্রীয় ব‌্যাংক। এখন থে‌কে আর্থিক প্রতিষ্ঠানগু‌লো তা‌দের স্বতন্ত্র পরিচালক নাম ও প্রয়োজনীয় তথ‌্য বাংলা‌দেশ ব‌্যাং‌কের প‌্যা‌নেলে দে‌বে। এটা যাচাই-বাছাই ক‌রে যোগ‌্য হ‌লে অনাপত্তি নি‌য়ে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালকের মেয়াদ পূর্তির ক্ষেত্রে বিদ্যমান মেয়াদ শেষ হওয়ার ন্যূনতম ৩০ কর্মদিবস আগে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে।

রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিগুলোর পর্ষদে ন্যূনতম দুইজন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের বিধান রয়েছে। কিন্তু স্বতন্ত্র পরিচালক ফাইন্যান্স কোম্পানির শেয়ার ধারক থেকে স্বাধীন হলেও ফাইন্যান্স কোম্পানি ঋণ খেলাপি হ‌লে স্বতন্ত্র পরিচালকেরাও ঋণখেলাপি হয়ে যান। ফলে অনেক ক্ষেত্রে স্বচ্ছ ইমেজের দক্ষ ব্যক্তিরা ফাইন্যান্স কোম্পানির পরিচালক হিসেবে নিযুক্তির বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেন।

স্বতন্ত্র পরিচালকদের মূল দায়িত্ব হলো আমানতকারী ও সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে নিরপেক্ষ মতামত প্রদান করার কথা। তা সত্ত্বেও পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকদের স্বাধীন-নিরপেক্ষ মতামতের কোনো প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে পরিচালনা পর্ষদে প্রতিষ্ঠান ও আমানতকারীদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত গ্রহণ হওয়া সত্ত্বেও ওই সিদ্ধান্তের বিষয়ে স্বতন্ত্র পরিচালকদের কোনোভাবে বিপক্ষে মতামত দিতে পারছে না।

সেজন্য দক্ষতার ভিত্তিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ্য ব্যক্তির নাম ও প্রয়োজনীয় তথ্যাদি ফাইন্যান্স কোম্পানিগু‌লো বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে পাঠা‌বে। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যাচাই বাছাই শেষে বাংলাদেশ ব্যাংক তাদেরকে প্যানেলভুক্ত করবে।

এতে আরও বলা হয়, ফাইন্যান্স কোম্পানিগুলোতে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকরা কোনোরূপ অনিয়ম পরিলক্ষিত, স্বাধীন মতামত প্রদান বাধাগ্রস্ত বা পর্ষদ সভার কার্যবিবরণীতে মতামতের প্রতিফলন না হলে অবিলম্বে তা বাংলাদেশ ব্যাংককে লিখিতভাবে জানাতে বলা হ‌য়ে‌ছে।

প্রয়োজনে পরিচালনা পর্ষদের কোনো সিদ্ধান্তের বিষয়ে তার সিদ্ধান্তের কপি সরাসরি বাংলাদেশ ব্যাংককে জানাবে। আর ফাইন্যান্স কোম্পানি কর্তৃক ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে ওই ঋণের বিপরীতে স্বতন্ত্র পরিচালকদের ফাইন্যান্স কোম্পানির পক্ষে কোনো গ্যারান্টিপত্রে স্বাক্ষর করবেন না।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top