বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ দেবে ৮ প্রতিষ্ঠান


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৫ ১৬:২৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৯:২০

ছবি সংগৃহীত

নির্মাণ খাতে নতুন করে আরও ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে ৮টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গো চুক্তি করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এর আগে ৩ দফায় রিহ্যাব ২১ হাজার নির্মাণ শ্রমিকের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। যাদের মধ্যে ৯০ শতাংশের বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকুরি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস এ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে রিহ্যাব।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে রিহ্যাব কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়।

রিহ্যাবের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া।

এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, এসআইসিআইপি-রিহ্যাব প্রজেক্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ও রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট স্ট্যান্ডিং কমিটির (আরটিআই) চেয়ারম্যান রিহ্যাব পরিচালক ইঞ্জি. মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, কো চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক ইঞ্জি. শেখ মো. শোয়েব উদ্দিন, রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট স্ট্যান্ডিং কমিটির সদস্য ও রিহ্যাব পরিচালক এফ.এম.উবায়দুল্লাহ, সুরুজ সরদার, মুহাম্মদ লাবিব বিল্লাহ্ এবং প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেমসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজ নিজ প্রতিনিধিরা স্বাক্ষর করনে। আবাসন শিল্পে দক্ষ নির্মাণ শ্রমিক তৈরি করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সঙ্গে কোর্স শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সাড়ে ১৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

প্ল্যাম্বিং এ্যান্ড পাইপ ফিটিং, মেশন্যারি এবং স্টিল বাইন্ডিং, টাইলস এ্যান্ড মার্বেল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এ্যান্ড মেইনটেনেন্স, এই ৪টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে চার মাস। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top