ঢাকা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
প্রকাশিত:
৬ এপ্রিল ২০২১ ২৩:১০
আপডেট:
৬ এপ্রিল ২০২১ ২৩:৩৪

এমরানুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা ব্যাংক লিমিটেড ও খোন্দকার মোরশেদ মিল্লাত, জেনারেল ম্যানেজার, সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে "প্রযুক্তিগত উন্নয়ন/আপগ্রেডেশন ফান্ড" পরিচালনার জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি অংশীদারী চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোকে আরো প্রতিযোগিতাপূর্ণ ও টেকসই করতে রপ্তানি নীতিমালা ২০১৮-২০২১ এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংক-এর ১০.00 বিলিয়ন (১ হাজার কোটি টাকা) পুনঃ অর্থায়ন তহবিল পরিচালনায় অংশীদার হিসেবে কাজ করবে ঢাকা ব্যাংক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু ফারাহ মো: নাসের, ডেপুটি গভর্নর,বাংলাদেশ ব্যাংক।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু জাফর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ব্যাংক; মোকাররম হোসেন চৌধুরী, এসইভিপি এন্ড হেড, আরএমজি ডিভিশন, ঢাকা ব্যাংক ; মিসেস নুরুন নাহার, এক্সিকিউটিভ ডিরেক্টর , বাংলাদেশ ব্যাংক ও জনাব চৌধুরী লিয়াকোট আলী, ডেপুটি জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: