বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


‘দেশের জিডিপির আকার বিবেচনায় রাজস্ব আদায় অনেক কম’


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৯:০৮

ছবি সংগৃহীত

দেশের বর্তমান জিডিপি আকারের তুলনায় রাজস্ব আদায় যথেষ্ট কম বলে মন্তব্য করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য রাজস্ব আদায়ের গুরুত্ব অনেক বেশি, যা বর্তমানে প্রয়োজনীয় পর্যায়ে নেই।

তিনি আরও বলেন, ‘রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে এবং এটি দেশের সকল স্তরে পৌঁছাতে হবে। আয়কর ছাড়া পরোক্ষ কর (ভ্যাট) আদায় অনেক বেশি হওয়া একেবারেই অনুচিত, কারণ এটি ধনী-দরিদ্র সবার উপর প্রযোজ্য।’ তিনি ভ্যাট আদায়ের বর্তমান ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলে বলেন, অনেক ব্যবসায়ী ভোক্তার কাছ থেকে ভ্যাট আদায় করার পরেও তা রাষ্ট্রের কোষাগারে জমা দেন না, যা দেশের জন্য ক্ষতিকর।

চেয়ারম্যান তার বক্তব্যে আরও বলেন, ‘আইন মানার সংস্কৃতি আমাদের সকলের মধ্যে গড়ে তুলতে হবে।’ তিনি সরকারের সেবা পাওয়ার জন্য নাগরিকদের আয়কর প্রদানের প্রমাণপত্র জমা দেওয়ার প্রস্তাব দেন এবং বলেন, সংশ্লিষ্ট অফিসগুলোর দায়িত্ব হচ্ছে সেবা প্রদানের আগে আয়কর নথিপত্র যাচাই করে তা প্রদান করা।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, জনগণের প্রয়োজনকে বিবেচনায় রেখে গত দুই-তিন মাসে কিছু দ্রব্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে, যার মধ্যে চাল, ভোজ্যতেল, চিনি এবং খেজুরের শুল্ক কমানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের প্রাকবাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. বেলায়েত হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, সদস্য (মূসক নীতি) ড. মো. আবদুর রউফ-সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top