ঋণ জালিয়াতি : আইএফআইসি ব্যাংকের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
প্রকাশিত:
২০ মার্চ ২০২৫ ১৩:২৬
আপডেট:
২১ মার্চ ২০২৫ ০১:০২

আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে ২ হাজার ৩৭৫ কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুসন্ধান কর্মকর্তা মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার চিফ ম্যানেজার জুলফিকার আলী চোকদার ও নাজমুল হক, রিলেশনশিপ ম্যানেজার সালমান মাহবুব, মোমিনুল ইসলাম ও প্রধান কার্যালয়ের ক্রেডিট ম্যানেজার মাসুদা বেগম।
মূলত ফেডারেশন ও প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কাইমার্ক ইন্টারন্যাশনালের নেওয়া ঋণের অনিয়মের প্রকৃত রহস্য উন্মোচনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ৪ মার্চ তাদের তলব করে চিঠি দিয়েছিল দুদক। চিঠিতে তাদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কপি এবং বক্তব্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: