ফিলিস্তিনে ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫ ১৪:৪৯
আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ১৫:৫৪

ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসন ও নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ।
গতকাল ৭ এপ্রিল মতিঝিল শাপলা চত্বরে মানববন্ধন শেষে মতিঝিল ব্যাংক পাড়ার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজা ও রাফায় বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, এ হামলা মানবতার সকল রেকর্ড ভঙ্গ করেছে। যেভাবে নারী শিশুসহ বেসামরিক লোকদের হত্যা করা হচ্ছে তা কোনো ভাবে মেনে নেওয়া যায় না। লক্ষ লক্ষ লোককে বাস্তুচূত করা হয়েছে, তারা এখন অমানবিক জীবনযাপন করছে। খাদ্য ও পানীয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় মুসলিম বিশ্বের নেতৃবৃন্দসহ মানবতার পক্ষের সকল শক্তিকে একসাথে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ এর আহবায়ক মোঃ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ ইদ্রিস মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ ওবাইদুর রহমান, সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সোনালী ব্যাংকের সভাপতি মোঃ মাহবুব সোহেল বাপ্পী, সাধারণ সম্পাদক শাহে আলম, বেসরকারী ব্যাংক ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকসহ শতাধিক নেতাকর্মী ও অফিসার অংশগ্রহণ করেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: