রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১


৭ হাজার পয়েন্ট নিয়ে শুরু পুজিঁবাজারের লেনদেন


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৫

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৯:২৫

ছবি: সংগৃহীত

সূচকের উত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পুজিঁবাজারে লেনদেন। এরই মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ছাড়িয়েছে রেকর্ড সাত হাজার পয়েন্টের মাইলফলক। এছাড়া অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।

সপ্তাহের শুরুর দিন রোববার ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৬ হাজার ৯৮১ পয়েন্ট থেকে। বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৫৫ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫২৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৫২৬ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৯০টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২১৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top