বৃহঃস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫, ২৭শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


১০ ই-কমার্স প্রতিষ্ঠানে নিরীক্ষক নিয়োগে চিঠি


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:০২

আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৬

ফাইল ছবি

ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানে পৃথক নিরীক্ষা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকায় থাকা অন্য আট প্রতিষ্ঠান হলো- ধামাকা, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডটকম ডটবিডি ও আলেশা মার্ট।

গত রোববার (১২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া ওই চিঠিতে নিরীক্ষক নিয়োগ দিয়ে নিরীক্ষা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের সর্বশেষ আর্থিক অবস্থা, ক্রেতা ও মার্চেন্টদের কাছে মোট দায়ের পরিমাণ এবং চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণ জানা দরকার।

বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ই-ভ্যালি ছাড়া অন্য ৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন ও আর্থিক তথ্য জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়কে এ চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে ইভ্যালি তিন দফায় তাদের সম্পত্তি দায়-দেনা ইত্যাদির বিবরণ বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এগুলোর সত্যতা যাচাই ও পরবর্তী সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top