ইভ্যালির পর এবার ধামাকা শপিংয়ের সিওওসহ গ্রেফতার ৩
প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৫
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:৩৯

র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতার করেছে। ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনার নামে প্রতারণা করে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এএসপি আ ন ম ইমরান খান বলেন, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় গ্রাহকেরা মামলা করেন। সেই মামলায় ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ দুপুরে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর বহুল আলোচিত সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে র্যাব।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: