এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার
প্রকাশিত:
৫ অক্টোবর ২০২১ ১৮:৪৮
আপডেট:
১৫ অক্টোবর ২০২১ ০৫:২৯

প্রতারণার অভিযোগে এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রতারণার অভিযোগে এক ব্যক্তি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারের আদেশ থানায় আসার পর মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় তাকে রিমান্ড চাওয়া হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: