চাল-মুরগির দাম বৃদ্ধি, এটা খাদ্যমন্ত্রীর অধিকার: বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২১ ২৩:৩৮
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৩৪

বাজারে বেড়েছে সব ধরনের চাল ও ব্রয়লার মুরগির দাম। হঠাৎ এমন দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, এ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। এ বিষয়ে কথা বলবেন খাদ্যমন্ত্রী। এটা তার অধিকার। আমি তার অধিকার ভঙ্গ করতে চাই না।
রোববার (১৭ অক্টোবর) ঢাকা চেম্বার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান।
আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি হতে পারে কিন্তু স্থানীয় উৎপাদিত পণ্যের (চাল ও মুরগি) দাম কেন বৃদ্ধি পাচ্ছে এমন প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন বলেন, আমরা সীমা অতিক্রম করতে চাই না। এই দুইটি ব্যাপার আমাদের মন্ত্রণালয়ের অধীনে নয়। এখন আমি একটা কথা বলবো। তখন আরেকজন গিয়ে বলবে, বাণিজ্যমন্ত্রী চালের বাজার নিয়ে কথা বলেছে, তখন খাদ্যমন্ত্রী বলবেন, ওনারতো অধিকার নাই কথা বলার। তাই আমি অধিকার ভঙ্গ করবো না।
আপনার মূল্যবান মতামত দিন: