বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমৃদ্ধির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ০৭:১০

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:২৯

ছবি-সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে। এ দেশের উন্নতির ম্যাজিক হলেন প্রধানমন্ত্রী এমনটাই বলেছেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

‘দেশের উন্নতির আরেকটি ম্যাজিক হলো দেশের মানুষ। তারা কাঁধে-কাঁধ মিলিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সবার অংশগ্রহণে সমৃদ্ধির পথে বাংলাদেশ। আমরা সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছি। এ অবদান মাননীয় প্রধানমন্ত্রীর।

শনিবার (২০ নভেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ ঐতিহাসিক সংগঠন। শুধু রাজনীতি করলে হবে না, আমাদের ওপর অনেক বড় দায়িত্ব। রাজনীতি ত্যাগের, মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে স্বপ্নের কথা বলতে হবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ভালো কাজই রাজনীতি। সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু। তিনি এদেশের মানুষকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সবাইকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top