শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৭৫০ টাকা


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২২ ২২:১৮

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৫৭

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম এক হাজার ৭৪৮ টাকা বেড়েছে। বেড়ে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৭৮ হাজার ৮৪৮ টাকা। আজ মঙ্গলবার থেকেই নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাজুস বলছে, সমিতির মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। স্থানীয় বুলিয়ন মার্কেটে দাম বাড়ার কারণে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৭৮ হাজার ৮৪৮ টাকায়, যা আগে ছিল ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বেড়ে বিক্রি হবে ৭৫ হাজার ৩৪৯ টাকা।

১৮ ক্যারটের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৪৫৮ টাকা। আজ থেকে এই মানের স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ৫৬০ টাকা ভরি।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ২২৪ টাকা। নতুন দর অনুয়ায়ী, এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৩ হাজার ৮২৯ টাকায়। 

এরআগে, গত ২২ মার্চ স্বর্ণের দাম সামান্য কমেছিল। এর ২০ দিন পর দাম বাড়ল।

এসএন/তাজা/২০২২


সম্পর্কিত বিষয়:

বাজুস স্বর্ণের দাম

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top