তেলের দাম কমার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
প্রকাশিত:
৩ জুন ২০২২ ০০:৪৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৯:৫৫

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশেও প্রভাব পড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তেলের দাম রিভিউ (পুনর্বিবেচনা) করা হবে কিনা— জানতে চাইলে টিপু মুনশি বলেন, আমরা রি-অ্যাসিস্ট করব। খুব শিগগির, ৫-৭ দিনের মধ্যে মে মাসের পুরো তথ্য নিয়ে আমরা রি-অ্যাসিস্ট করব।
তিনি বলেন, আমাদের কাছে যেটা রিপোর্ট আছে, আজ দাম কমেছে। আজকের দামের প্রভাব দেশে পড়তে সময় লাগবে এক থেকে দেড় মাস।
চালের ইস্যুতে বাণিজ্যমন্ত্রী বলেন, মূলত চাল নিয়ন্ত্রণ করে খাদ্য মন্ত্রণালয়। এ বিষয়ে আমাদের সাহায্য চাইলে আমরা সাহায্য করব।
তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি খাদ্য মন্ত্রণালয় আটটি টিম করেছে। এসব টিম ইতোমধ্যে বেরিয়ে পড়েছে, জানার জন্য এবং কতটুকু স্টক আছে, তা বের করার চেষ্টা করছে। যেকোনো কিছুর সুফল পেতে হলে সময় দিতে হয়। আশা করছি এ সপ্তাহের মধ্যে তারা আরও ভালো অবস্থানে নিয়ে যাবে।
তিনি বলেন, সাধারণ মানুষ এখন মোটা চাল খেতে চায় না। মোটা চালের ক্রেতা নেই। মোটা চাল চিকন করা হচ্ছে এবং সেই চাল-ই খাওয়া হচ্ছে।
সম্পর্কিত বিষয়:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
আপনার মূল্যবান মতামত দিন: